নোয়াখালীতে একদিনে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১১ মে ২০২০

নোয়াখালীতে একদিনে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলার সবকটি উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনজন।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে নোয়াখালীর সিভিল সার্জন মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৭ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। ১০ মে রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদেরকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

সিভিল সার্জন বলেন, করোনা শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিলেন। খবর পেয়ে তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
নোয়াখালীতে লকডাউন শিথিল হওয়ায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে।

মিজানুর রহমান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।