কূপে পড়ে যাওয়া বিড়াল ছানা তুলে আনল ফায়ার সার্ভিস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১১ মে ২০২০

কূপে পড়ে যাওয়া এক বিড়াল ছানাকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সোমবার দুপুরে টাঙ্গাইল ছোট কালীবাড়ি মোড় এলাকার একটি গভীর কূপে পড়ে যায় ওই বিড়াল ছানাটি।

স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে দ্রুত তারা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় বিড়াল ছানাটি উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, শুধু মানুষের জীবন রক্ষাই তাদের দায়িত্ব নয়। যেকোনো প্রাণীর জীবন বাঁচাতে কাজ করছেন তারা। তাই খবর পাওয়া মাত্রই বিড়াল ছানাটির জীবন বাঁচাতে ছুটে এসেছেন।

এমন সব কাজে জনগণের সহায়তা চেয়েছেন ফায়ারসার্ভিস কর্মীরা। প্রয়োজনে আরও সহায়তা পেতে ৯৯৯ নম্বরে কল করার কথাও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।