লামায় তাবলিগ ফেরত এক কিশোর করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১১ মে ২০২০

বান্দরবানের লামা উপজেলায় তাবলীগ জামাতফেরত এক কিশোরের (১৮) নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক।

তিনি জানান, গত ৯ মে ওই কিশোরসহ আশপাশের ১৪ জনের নমুনা সংগ্রহ করার পর পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার বিকেলের দিকে পাওয়া তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ এসেছে। বাকি ১৩ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এক সপ্তাহ পর পরীক্ষার জন্য আবারও তার নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, আক্রান্ত কিশোর উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা গ্রামের মোস্তাক আহমদের ছেলে। সে পেশায় রাবার শ্রমিক। ১৪ দিনের তাবলিগ জামাত শেষে নরসিংদী জেলা থেকে গত ৯ মে সে বাড়িতে আসে। এর আগে প্রথমবারের মতো আক্রান্ত রাশেদা বেগম সুস্থ হয়ে গত শনিবার বাড়ি ফিরেন।

এছাড়া গয়ালমারা এলাকার আরেক যুবক করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েক দিন ধরে হোম কোয়ারেন্টাইনে আছেন।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর-এ-জান্নাত রুমি বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমণ এড়াতে আক্রান্তকে হোম কোয়ারেন্টাইনে রাখার পাশাপাশি আশপাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

সৈকত দাশ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।