ইমামের সংস্পর্শে এসে ৯ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১১ মে ২০২০
ফাইল ছবি

মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্য লুন্দি গ্রামের মসজিদের ইমামের করোনাভাইরাস শনাক্ত হওয়ার ছয়দিন পরে ওই এলাকার আরও তিন কিশোরের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে ইমামের সংস্পর্শে আসা নয়জনের করোনা শনাক্ত হলো। এ তথ্য নিশ্চিত করেন রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুরে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৫২ জন। সুস্থ ২৯ জন। চিকিৎসাধীন ২১ জন। দুজন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১০, শিবচর উপজেলা ২৪, রাজৈর উপজেলা ১৭ ও কালকিনি উপজেলায় একজন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ২৫নং মধ্য লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের ইমাম করোনায় আক্রান্ত হন। তার সংস্পর্শে আসা আরও তিন কিশোরের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সোমবার। যাদের বয়স ১৪, ১৬, ১৭ বছর। এদের মধ্যে একজন প্রতিবন্ধী। যার চিকিৎসা তার বাড়িতে বসেই দেয়া হবে। বাকি দুজনকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

এর আগে শনিবার ইমামের সংস্পর্শে আসা ছয়জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই ছয়জন রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে ইমামের সংস্পর্শে আসা মোট নয়জনের করোনা শনাক্ত হলো।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।