হবিগঞ্জে আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত
হবিগঞ্জে আরও ছয়জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে তিনজন সরকারি কর্মকর্তা-কর্মচারী।
সোমবার বিকেলে ঢাকা ল্যাব থেকে তাদের রিপোর্ট দেয়া হয়। ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলার তিনজন, বাহুবল উপজেলার একজন, বানিয়াচং উপজেলার দুইজন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং মৃত্যুবরণ করেছে এক শিশু।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/পিআর