হবিগঞ্জে ভার্চুয়াল কোর্ট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১২ মে ২০২০

হবিগঞ্জে ভার্চুয়াল কোর্ট বর্জন করেছেন আইনজীবীরা। মঙ্গলবার (১২ মে) জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. বদরুল আলম বদরু মিয়ার নেতৃত্বে আইনজীবী প্রতিনিধি দল জেলা ও দায়রা জজ মো. আমজাদ হোসেনের আদালতে গিয়ে ভার্চুয়াল কোর্ট বর্জনের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

তবে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ বলেছেন, এটি আইনজীবী সমিতির সিদ্ধান্ত নয়। মূলত আইনজীবীরা কোর্ট করতে রাজি নন। তাই কোর্ট বর্জন করেছেন তারা।

আইনজীবীরা জানান, ভার্চুয়াল কোর্ট পরিচালনার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার তা নেই। তাছাড়া একেকটি জামিন শুনানির জন্য আবেদন করা, তা শুনানির জন্য সময় নির্ধারণ করা, জামিন মঞ্জুর হলে বেইল বন্ড দাখিল করা, ভার্চুয়াল কোর্টে শুনানিকালে একবার সংযোগ বিচ্ছিন্ন হলে পরের দিন বা এরপর জামিন শুনানির জন্য আবার সময় নির্ধারণ করাসহ নানা জটিলতা আছে। এজন্য ভার্চুয়াল কোর্ট বর্জন করেছেন তারা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।