হবিগঞ্জে আরও ১৫ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০২:৫৩ এএম, ১৩ মে ২০২০

হবিগঞ্জে আরও ১৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের রিপোর্ট ঢাকা এবং ৩ জনের রিপোর্ট সিলেট ল্যাব থেকে এসেছে।

মঙ্গলবার রাতে তাদের রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়। তাদের মাঝে একজন স্বাস্থ্যকর্মী ও একজন সরকারি কর্মচারী রয়েছেন।আক্রান্তদের ১০ জন পুরুষ ও ৫ জন নারী। এ নিয়ে জেলায় মোট ১১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন এখনও পর্যন্ত ২৩ জন এবং মারা গেছে এক শিশু।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, জেলা থেকে এখনও পর্যন্ত ২ হাজার ৯৭৫টি নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২ হাজার ৬১৭টি। সিলেট ল্যাব থেকে আসা আক্রান্ত ৩ জনই আজমিরীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা সবাই নারী। তাদের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

আর ঢাকা ল্যাব থেকে আসা আক্রান্ত ১২ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ২ জন নারী। এ পর্যন্ত জেলায় ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তাসহ মোট আক্রান্ত হয়েছেন ১১৭ জন। এর মাঝে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ২২ জন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক সুস্থ হয়েছেন।

সৈয়দ খোকন/এমএএস/এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।