মানিকগঞ্জে আইসোলেশনে ইটভাটা শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:০১ পিএম, ১৩ মে ২০২০

মানিকগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা ইটভাটা শ্রমিক মোতালেব হোসেন (৬৫) মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার বংকুরি গ্রামের সোনামুদ্দিনের ছেলে।

মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশাদ উল্লাহ জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার (১২ মে) সকালে মোতালেব হাসপাতালে আসেন। করোনা পরীক্ষার জন্য তার শরীরের নমুনা সংগ্রহ করে সাভারে পাঠানো হয়। এরপর তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোতালেব নরসিংদী জেলার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে আসার পর হাসপাতালে যান তিনি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, প্রশাসনের ব্যবস্থাপনায় ওই ব্যক্তির মরদেহ দাফন করা হবে।

বি.এম খোরশেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।