করোনার ভয় নেই তাদের!
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় অব্যাহত রয়েছে। ফেরিতে পার হওয়া যানবাহনের সংখ্যা যেমন বেড়েছে তেমন বেড়েছে ছোট গাড়ির সংখ্যা।
বুধবার (১৩ মে) সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিগুলোতে এ দৃশ্য দেখা যায়। দেখে মনে হয়েছে তাদের কারও মনে করোনাভাইরাসের ভয় নেই। সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা দলবেঁধে গায়ে গা মিশিয়ে গন্তব্যে যাচ্ছেন তারা। মনে হয় দেশে করোনা নামে কিছুই নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ বলেন, ফেরিঘাটে কমপক্ষে দেড় শতাধিক ছোট গাড়ি ফেরি পারের অপেক্ষায় আছে। যাত্রীদের ভিড় প্রচুর।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর বলেন, যাত্রীরা নিয়মিত ফেরি পার হচ্ছেন। তাদের মধ্যে বেশির ভাগই ঢাকামুখী। আবার এদিকে দক্ষিণবঙ্গে যাচ্ছেন অনেকে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় যাত্রাপথে তাদের দুর্ভোগ পোহাতে হয়।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর