স্বাস্থ্যবিধি না মানায় টাঙ্গাইলে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মানায় টাঙ্গাইলের সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) থেকে এই নির্দেশ কার্যকর হবে। বুধবার (১৩ মে) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসন এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ কয়েকটি শর্তে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু গত চারদিনে এসব শর্তে জনসাধারণের অবহেলা দেখা যায়। তাই সার্বিক স্বাস্থ্য সুরক্ষার বিষয় বিবেচনা করে আবার মার্কেট, বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ দিকে এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন দোকান মালিকরা। আগের পণ্যের সঙ্গে অনেকেই নতুন পণ্য সামগ্রী তুলেছেন দোকানে।
জুতা ব্যবসায়ী সুমন মিয়া জানান, গত দেড় মাস দোকান বন্ধ থাকায় তার প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে। এর মধ্যে দোকান মালিক তাকে ভাড়ার জন্য চাপ দিচ্ছেন। তিনদিন পর আবার দোকান বন্ধ ঘোষণা এ যেন মরার ওপর খাঁড়ার ঘা।
আরেক জুতা ব্যবসায়ী আলম মিয়া জানান, দেড় মাস পর দোকান খোলার ঘোষণা পেয়ে ধার দেনা করে মঙ্গলবার তিনি সাড়ে তিন লাখ টাকার জুতা এনেছেন। বৃহস্পতিবার থেকে আবার দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ব্যবসায়ীরা নতুন করে বিপাকে পড়বেন।।
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু বলেন, আসলে আমাদের দেশে পরিকল্পনা করে কিছু করা হয় না। হুট করেই দোকান খোলার সিদ্ধান্ত হলো আবার হুট করেই বন্ধ ঘোষণা করা হলো। এভাবে বন্ধ না করে যারা স্বাস্থ্যবিধি মানছিল না তাদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা যেত।
আরএআর/জেআইএম