মির্জাপুর প্রেসক্লাবের সভাপতিসহ ৪ জন করোনায় আক্রান্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৪ মে ২০২০
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সভাপতিসহ চারজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের কোনো ধরনের উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি (৪৫), উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নৈশ প্রহরী (৩৬), উপজেলা কৃষি অফিসের নৈশ প্রহরী (৪৮) ও মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার এক কিশোর (১৪)।

জানা যায়, স্থানীয় স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা গত সোমবার উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ভাইস চেয়ারম্যান ও সাংবাদিকসহ ২৭ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর আইইডিসিআর’এ পাঠায়। বৃহস্পতিবার প্রাপ্ত রিপোর্টে সংবাদকর্মীসহ উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের দুইজন নৈশ প্রহরী ও পুরাতন বাসস্ট্যান্ডের বাসিন্দা এক কিশোরের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

উপজেলা সদরে চারজনের করোনা পজিটিভ আসায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রশাসন মির্জাপুর প্রেসক্লাব, নৈশ প্রহরীদের কোয়ার্টার, সংবাদকর্মীর বাড়িসহ ২৫টি বাড়ি, পুরাতন বাসস্ট্যান্ড এলাকার চারতলা একটি ভবন ও কয়েকটি দোকান এবং এক নৈশপ্রহরীর বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। এ উপজেলায় এখন পর্যন্ত ১৪ জন করোনায় আক্রান্ত হলেন।

এরশাদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।