টাঙ্গাইলে যুবলীগের দুই নেতা করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৪ মে ২০২০

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল ও পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য বিভাগ তথ্যটি নিশ্চিত করে। করোনা শনাক্তের পর আক্রান্তদের বসবাসরত উপজেলা পৌর শহরের খাসসূতি আর নন্দনপুর এলাকার ১১টি বাড়ি লকডাউন করা হয়েছে।

আক্রান্ত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল গোপালপুর পৌর শহরের খাসসূতি এলাকার মো. নজরুল ইসলামের ছেলে ও পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগর নন্দনপুর এলাকার মৃত. হাসেন আলীর ছেলে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয় তাদের মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭৩ জনে।

এ ছাড়া ঘাটাইলে এক মৃত ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন ১৯ জন। এছাড়াও এ পর্যন্ত মারা গেছেন তিনজন।

টাঙ্গাইল থেকে এ পর্যন্ত ৩ হাজার ১০১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের। নেগেটিভ ২৯০১ জন। ১২৭ জনের নমুনা এখন আসেনি।

সত্যতা নিশ্চিত করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলীম আল রাজি বলেন, এক মাস ধরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল সর্দি, কাশি আর গলা ব্যথায় ভুগছিলেন। করোনা সন্দেহে তিনি গত ১৫ দিন আগে করোনার নমুনা পরীক্ষা করান। তবে ওই পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়নি। এরপরও তার করোনা উপসর্গ সর্দি, কাশি আর গলাব্যথা কমেনি। এ কারণে গত ১১ মে পুনরায় তার নমুনা সংগ্রহ করা হয়। এছাড়াও গোপালপুর থানা পুলিশের ওসি এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল সংস্পর্শে থাকার কারণে এবং কোনো উপসর্গ না থাকা সত্ত্বেও পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

বৃহস্পতিবার তাদের দুজনের দেহেই করোনা শনাক্ত হওয়ার তথ্য পান তারা। করোনা শনাক্ত হওয়ার পর দুপুরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল বাড়ির পাশের ৬টি আর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগরের বাড়ির পাশের ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।