রহনপুর রেলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১৬০০ মেট্রিক টন পেঁয়াজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৫ মে ২০২০
ফাইল ছবি

লকডাউনের কারণে ভারতের মোহদীপুর বন্দরে আটকে পড়া পেঁয়াজ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ স্টেশন থেকে বুকিংকৃত পেঁয়াজ ভারতের সিঙ্গাবাদ স্টেশন হয়ে বাংলাদেশের রহনপুর রেলবন্দরে এসে পৌঁছে। লকডাউনের কারণে ১ মাস ২০ দিন বন্ধ থাকার পর এ রুট দিয়ে পণ্যবাহী ট্রেন প্রবেশ করল।

রহনপুর রেল স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, বৃহস্পতিবার বিকেলে পেঁয়াজভর্তি ১ র্যাক (৪২ ওয়াগন) পণ্যবাহী ট্রেনটি ভারতের সিঙ্গাবাদ স্টেশন থেকে রহনপুর স্টেশনে প্রবেশ করে। আমদানিকৃত পেঁয়াজগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা স্টেশনে খালাশ হবে।
চাঁপাইনবাবগঞ্জের পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান একতা শস্য ভাণ্ডারের প্রতিনিধি মিজানুর রহমান জুয়েল জানান, লকডাউনের কারণে মহদীপুর স্থলবন্দরে আটকে পড়া কৃষিপণ্যের মধ্যে ১ হাজার ৬০০ মেট্রিক টন পেঁয়াজ ভারতের মালদাহ স্টেশনে বুকিং হয়ে সিঙ্গাবাদ-রহনপুর রুট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আগামীতে এ রুট দিয়েই ভারতের মোহদীপুর স্থলবন্দরে আটকে পড়াসহ ভারতের অন্যান্য স্থান থেকে আমদানি করা কৃষি পণ্য প্রবেশ করবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে ভারতের মহদীপুর স্থলবন্দরে প্রায় ৩ হাজার পাথরের ট্রাক, পেঁয়াজের ৩০০ ট্রাক এবং খৈল, ভুট্টা ও মরিচের ২০০টি ট্রাক আটকা পড়ে।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।