ঢাকা থেকে টাঙ্গাইলে বাড়িতে এলেন করোনা রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৫ মে ২০২০

ঢাকায় করোনা শনাক্ত হওয়ার পর টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা দক্ষিণ পাড়ায় চলে এসেছেন শাকিল খান (২৫) নামের এক ব্যক্তি। করোনা শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার (১৪ মে) ভোরে তিনি বাসাইলে আসেন।

শাকিল খানের বাড়ি উপজেলার হাবলা দক্ষিণ পাড়ায় হলেও তিনি ঢাকায় একটি ক্লিনিকে কাজ করতেন। করোনা পজিটিভ হওয়ার পর তিনি হাবলা চলে আসেন।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে রাত সাড়ে ৮টার দিকে হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম তাদের বাড়িটি লকডাউন করেন।

জানা যায়, শাকিল খান (২৫) ঢাকার মগবাজারে এসপিআরসি হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত। হাসপাতালের ম্যানেজার শাহিন কোভিড-১৯ পজিটিভ জেনেও তাকে অরক্ষিত অবস্থায় জোর করে বাড়িতে পাঠিয়ে দেন।

শাকিল ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপে নাটিয়াপাড়া আসেন ভোর রাতে। নাটিয়াপাড়া থেকে অটোরিকশায় নিজবাড়িতে আসেন।

বাসাইল উপজেলা প্রশাসন তার বাড়িটি লকডাউন করেছে। সেইসঙ্গে অটোরিকশার চালককে খুঁজে বের করে তার বাড়িও লকডাউন করা হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না জানান, বিষয়টি তিনি শুনে রাতেই স্থানীয় চেয়ারম্যানকে বাড়ি লকডাউন করতে বলেন। আজ শুক্রবার (১৫ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নিয়ে তিনি ঘটনাস্থলে যান।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।