এ যেন কেঁচো খুঁড়তেই বের হলো সাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৬ মে ২০২০

দিনাজপুর মাদকসহ গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে এলো সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় চুরির ঘটনার রহস্য। এ যেন কেঁচো খুঁড়তে বের হলো সাপ।

গ্রেফতার যুবকের নাম সুমন মিয়া ওরফে ডলার (৩৫)। তিনি দিনাজপুর শহরের রামনগর ইন্দ্রার মোড়ের দুলাল হোসেনের ছেলে। শুক্রবার রাতে শহরের পুলহাট রূপম মোড়ে থেকে তাকে গ্রেফতার করে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (১৬ মে) দুপুর ১টায় দিনাজপুর কোতোয়ালি থানায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার এসব তথ্য জানান।

গত ২৯ এপ্রিল রাতে দিনাজপুর শহরের নিমতলা সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় চুরি হয়। চুরির সময় ব্যাংকের সিসিটিভি, গুরুত্বপূর্ণ দলিল চুরি ও বিভিন্ন দরজা, আলমারি ও ড্রয়ারের তালা ভাঙচুর করা হয়।

এএসপি সুজন সরকার বলেন, কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিউর রহমান পুলহাট রুপমের মোড়ে চেকপোস্টে দায়িত্বপালন করছিলেন। শুক্রবার রাত ২টার দিকে সুমান মিয়া ওরফে ডলারের গতিবিধি সন্দেহভাজন হওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে দিনাজপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেন তিনি।

তাকে আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন এএসপি সুজন সরকার।

এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।