টয়লেট বানানো নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৭ মে ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুরে বাড়িতে টয়লেট বানানো নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আব্দুল আহাদ (৩০) খুন হয়েছেন। শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। দুপুরে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেরাশানী গ্রামের ইউনুছ আলীর ছেলে ইদন মিয়া ও তার ভাই মুফতি আব্দুল আহাদের মধ্যে জমিজমা নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুর আড়াইটার দিকে মুফতি আব্দুল আহাদ বাড়িতে একটি টয়লেট বানানোর উদ্যোগ নেন। এতে বড় ভাই ইদন মিয়া বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে ইদন মিয়া আব্দুল আহাদকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেন। এতে গুরুতর আহত হন আহাদ।

পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আহাদকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

মাধবপুর থানা পুলিশের ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল আহাদের মৃত্যুর সংবাদ পাওয়ার পর ঘাতক বড় ভাইকে গ্রেফতারে অভিযান চালানো হয়। ঘটনার পর পরই তিনি বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।