মুন্সিগঞ্জের ডিসির করোনাভাইরাস পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৭ মে ২০২০

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. মনিরুজ্জামান তালুকদার (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার বিকেলে (১৭ মে) পাওয়া রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে।

১৪ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর থেকে তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের (৪০) করোনা পজিটিভ আসে। তার সঙ্গে মিটিং করায় জেলা প্রশাসনের ২৭ কর্মকর্তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

এর মধ্যে ডিসি ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এসএম শফিকের (৪২) করোনা পজিটিভ এসেছে। ডিসি সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি করোনা সংক্রমণের শুরু থেকে রাত-দিন কাজ করে যাচ্ছিলেন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, ২৩৪ জনের নমুনার রিপোর্ট আসে রোববার। ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) থেকে ১৪ ও ১৫ মে’র রিপোর্টে ৩৭ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে ডিসি ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেল।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।