উপসর্গ ছাড়াই স্বাস্থ্য কমপ্লেক্সের আয়ার করোনা শনাক্ত
উপসর্গ ছাড়াই বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পর এবার এক আয়ার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তার শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
রোববার (১৭ মে) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রোবীন।
তিনি বলেন, ১৩ মে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্টাফসহ মোট ৩৭ জনের নমুনা দেয়ার পর পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার (১৬ মে) বিকেলে স্বাস্থ্য কর্মকর্তা ও রোববার বিকেলে আয়ার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। বাকি ৩৫ জনের রিপোর্ট নেগেটিভ।
রিপোর্ট পজিটিভ হলেও আয়ার শরীরে উপসর্গ নেই। বর্তমানে তিনি সুস্থ আছেন। ১৪ দিন পর পরীক্ষার জন্য আবার তার নমুনা সংগ্রহ করা হবে। এর আগে লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিমপাড়ায় আক্রান্ত নারী ২৩ দিন আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
এছাড়া ফাসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় আক্রান্ত দুইজন এখনও হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানান স্বাস্থ্য পরিদর্শক মো. নাজিম উদ্দিন।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-জান্নাত রুমি বলেন, করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়াকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগামী ১৪ দিন পর্যন্ত তিনি ঘর থেকে বের হবেন না।
সৈকত দাশ/এএম/এমকেএইচ