টাঙ্গাইলে নার্সসহ নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত
টাঙ্গাইলে নার্সসহ নতুন করে ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডের একজন স্টাফ নার্স রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জন।
আক্রান্ত ৯ জনের মধ্যে জেলার দেলদুয়ারে চারজন, কালিহাতীতে একজন, ধনবাড়ীতে একজন, মধুপুরে একজন, সখিপুরে একজন, সদর উপজেলায় একজন (জেনারেল হাসপাতাল) শনাক্ত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, গত ১৪ মে পাঠানো ১৭৬ জনের নমুনা থেকে চারজন ও ১৫ মে পাঠানো ১৫৯ জনের নমুনা থেকে পাঁচজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। রোববার রাতে করোনা আক্রান্ত নার্সের টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুর পাড়ার বাসাসহ আক্রান্তদের প্রত্যেকের বসতবাড়ি ও এর আশেপাশের এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়াও তাদের প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রীসহ যাবতীয় সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। মারা গেছেন তিনজন। আইসোলেশনে আছেন আটজন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৮৩ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭৮ জন। কোয়ারেন্টাইন থেকে মোট ৬ হাজার ৩৯২ জন ছাড়পত্র পেয়েছেন।
আরিফ উর রহমান টগর/আরএআর/এমকেএইচ