ঝিনাইদহে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৮ মে ২০২০

 

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। সোমবার (১৮ মে) সকালে কারখানা ফটকে তারা বিক্ষোভ ও সমাবেশ করেন।

পরে বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা রাস্তায় শুয়ে-বসে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পর কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

jagonews24

এ সময় সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন।

তারা অভিযোগ করেন, গত চার মাস কারখানার প্রায় সাড়ে ৮শ শ্রমিক-কর্মচারী বেতন পাচ্ছেন না। এতে মানবেতর জীবন যাপন করছেন তারা। সমাবেশ থেকে দ্রুত টাকা পরিশোধের দাবি জানানো হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।