সখীপুরে ৫৫০ পরিবারে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএসের ঈদ উপহার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৮ মে ২০২০

টাঙ্গাইলের সখীপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) দেওয়ান মাহবুবুর রহমান বাদল ও তার ছোট ভাই বাাংলাদেশ আনসারের গার্ড ব্যাটালিয়নের (ভিআইপি প্রটকশন) পরিচালক দেওয়ান মাতলুবুর রহমানের উদ্যোগে ৫৫০টি দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার কচুয়ায় দেওয়ান বাড়ি মোড় থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- আতপ চাল ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই দুই প্যাকেট, গুঁড়া দুধ এক প্যাকেট ও সাবান একটি।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) দেওয়ান মাহবুবুর রহমান বাদলের বাবা বীরমুক্তিযোদ্ধা আলহাজ দেওয়ান হাবীবুর রহমান, মা দেওয়ান মাহমুদা হাবীব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সাঈদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা দেওয়ান হজরত আলী প্রমুখ।

jagonews24

বীরমুক্তিযোদ্ধা আলহাজ দেওয়ান হাবিবুর রহমান বলেন, এলাকার দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী দিচ্ছি। করোনাভাইরাসে সামাজিক নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে ঈদ উপহার সামগ্রী আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।

তিনি বলেন, আজ দেওয়ান বাড়ি মোড়ে কয়েকজনের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছি। এখন প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

তিনি দেশের এই ক্রান্তিলগ্নে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়াও তার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এইচআর/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।