মহাসড়কে থ্রি-হুইলার উল্টে প্রাণ গেল যাত্রীর
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার গোল্লা নামক স্থানে চন্দ্রাগামী সিএনজি চালিত একটি থ্রি-হুইলার উল্টে একজন (৫০) নিহত হয়েছেন। এ সময় আরও চার যাত্রী আহত হয়েছেন। সোমবার(১৮ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার জুমারখুকশিয়া গ্রামের গৃহবধূ মোছা. রোজিনা খাতুন (২৮), তার ছেলে মো. রাকিবুল হাসান (৮) ও থ্রি-হুইলারের চালক ভূঞাপুর উপজেলার বীরহাটি গ্রামের মো. সানাউল মিয়া (৩৫)। অজ্ঞাত আরও এক ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। এছাড়া নিহতের নাম-পরিচয়ও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গণপরিবহন বন্ধ থাকায় সোমবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা (থ্রি-হুইলার) বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক দিয়ে গাজীপুরের চন্দ্রা যাচ্ছিল। থ্রি-হুইলারটি বাসাইল উপজেলার গোল্লা নামক স্থানে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে অজ্ঞাত এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত ও চালকসহ অপর চারজন আহত হন। টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম এসে হতাহতদের উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এফএ/এমকেএইচ