করোনাজয় করে মাঠে নামলেন ঝিনাইদহের ৭ স্বাস্থ্যকর্মী
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় করোনাজয় করে কাজে যোগ দিয়েছেন চিকিৎসকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত স্বাস্থ্যকর্মী। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনামুক্ত হলেন মোট ২৩ জন।
সোমবার (১৮ মে) বেলা ১১টায় তাদের বরণ করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের সবার উপস্থিতিতে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম করোনাজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, এক ডেন্টাল সার্জনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত স্বাস্থ্যকর্মীকে ছাড়পত্র দেয়া হলো। তার সবাই নিজ নিজ বাড়িতে থেকে সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় ছাড়পত্র দেয়া হলো।
তিনি বলেন, জেলায় এ পর্যন্ত ৪৩ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে স্বাস্থ্য বিভাগের বিশেষ টিমের চিকিৎসার পর এখন পর্যন্ত ২৩ জন করোনামুক্ত হলেন। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, ডা. কিরিটি বিশ্বাস ও ডা. সাজ্জাদ রহিমী।
২৪ এপ্রিল হাসপাতালে কর্মরত এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে যশোর ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। ২৬ এপ্রিল ওই স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীসহ নয়জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে সাতজনকে ছাড়পত্র দেয়া হলো।
আব্দুল্লাহ আল মাসুদ/এএম/এমএস