নাটোরে একদিনে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত
নাটোরে একদিনে আরও ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জন। সোমবার (১৮ মে) রাতে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার গত ১১, ১২ ও ১৩ মে নাটোর থেকে পাঠানো ১৮৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এতে ৩০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে নাটোর সদর হাসপাতালের পাঁচজন, সিংড়া উপজেলার ১৩ জন, বড়াইগ্রাম উপজেলার ৯ জন, গুরুদাসপুর উপজেলার একজন এবং বাগাতিপাড়া উপজেলার দুইজন রয়েছেন। এছাড়াও তিন শতাধিক নমুনা পরীক্ষা ছাড়াই পেন্ডিং রয়েছে।
সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, নতুন আক্রান্তদের আইসোলেশনে নেয়া হচ্ছে। আক্রান্তাদের সংস্পর্শে কারা কারা এসেছিলেন তাদের খুঁজতে মাঠকর্মীরা কাজ শুরু করে দিয়েছেন।
রেজাউল করিম রেজা/আরএআর/পিআর