১৮ বস্তা সরকারি চাল ঘরে রাখায় নারী ইউপি সদস্য বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:১৪ পিএম, ১৮ মে ২০২০

অসৎ উদ্দেশ্যে নিজ ঘরে সরকারি চাল মজুত রাখায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য (মেম্বার) নিলুফা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নিলুফা ওই ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য।

ইউপি সদস্য নিলুফা খাতুনকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হায়াত উদ-দৌলা খাঁন।

১৩ মে চর-ইসলামপুর ইউনিয়নের চর-ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য নিলুফাকে ১৮ বস্তা সরকারি চালসহ আটক করে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় ইউপি সদস্য নিলুফার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরে চিঠি দেয় বিজয়নগর উপজেলা প্রশাসন।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।