ফেনসিডিলসহ ধরা পড়লেন এএসআই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:০৩ পিএম, ২০ মে ২০২০

দিনাজপুরে ফেনসিডিলসহ মো. শামীম আহম্মেদ (৩২) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

দিনাজপুরে পুলিশের জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সচীন চাকমা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযান কালে তার কাছ থেকে ৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।

ওই এএসআই বর্তমানে দিনাজপুর পুলিশ লাইনসে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) পদে কর্মরত রয়েছেন।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, মঙ্গলবার রাতেই তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪ (খ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন দিনাজপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দীন।

জানা গেছে, গ্রেফতার হওয়া এএসআই শামীম আহম্মেদের বিরুদ্ধে দিনাজপুরে পুলিশ কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি মাদক সরবরাহের কাজও করতেন বলে অভিযোগ রয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।