আখাউড়া স্থলবন্দরে শুক্রবার থেকে ঈদের ছুটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২০ মে ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী এ স্থলবন্দর দিয়ে আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

গতকাল মঙ্গলবার আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠনগুলো সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল ফিতর উপলক্ষে ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে এ আটদিন বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে।ছুটি শেষে ৩০ মে থেকে যথারীতি পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।

আজিজুল সঞ্চয়/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।