নীলফামারীতে আরও সাতজনের করোনা পজিটিভ
নীলফামারীতে নতুন করে দুই নারীসহ আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২০ মে) রাতে নীলফামারীর সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন করে আরও সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ জনে দাঁড়াল।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত হওয়া সাতজনের মধ্যে জেলা সদরে চারজন, কিশোরগঞ্জ উপজেলায় দুইজন ও ডোমার উপজেলায় একজন।
স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চার জেলার ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে নীলফামারীতে সাতজন, দিনাজপুরে পাঁচজন পঞ্চগড়ে তিনজন ও ঠাকুরগাঁওয়ে তিনজন।
জাহেদুল ইসলাম/এএম/এমকেএইচ