নাটোরে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১১:৪৬ পিএম, ২০ মে ২০২০
প্রতীকী ছবি

নাটোরে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জনে দাঁড়াল। জেলা সিভিল সার্জন অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নাটোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার নতুন করে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পাঁচজনই নাটোর সদরের বাসিন্দা।

নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বলেন, নতুন করে আক্রান্তদের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাইনি। এর আগে ১৮ মে ১৯ পুলিশ ও এক আনসার সদস্যসহ ৩০ জন করোনায় আক্রান্ত হন। বুধবার পাঁচজন আক্রান্ত হন।

রেজাউল করিম রেজা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।