আম ও লিচু চাষিদের পথে বসাচ্ছে সর্বনাশা আম্ফান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:০১ এএম, ২১ মে ২০২০

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে সমুদ্র তীরবর্তী এলাকাসহ সারাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঈশ্বরদীতে লিচু ও আমের ক্ষতিতে উৎপাদনকারীদের এখন মাথায় হাত। ঝড়ে আম ও লিচু বাগানের যে অবস্থা হয়েছে তাতে পুঁজি হারিয়ে চাষিদের পথে বসার দশা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বৃহস্পতিবার সারাদিন লেগে যাবে বলে মুঠোফোনে জানিয়েছেন ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল লতিফ।

উপজেলার প্রায় সবগুলো গ্রামেই ঝড়ের তাণ্ডবের চিহ্ন রয়েছে। অনেক জায়গায় পাকা লিচুর ডাল ভেঙে পড়েছে। আম ছিঁড়ে গেছে। অনেকের কাঁচা ঘরের চাল বাতাসে উড়ে গেছে।

lichu

এদিকে বুধবার রাত থেকে ঈশ্বরদীতে বিদ্যুত বন্ধ রয়েছে। ঝড়ে তার ছিঁড়ে গেছে অনেক জায়গায়। বৈদ্যুতিক খুঁটি কাত হয়ে পড়েছে কয়েকটি। উপড়ে পড়েছে বড় বড় গাছ-গাছালি।

ঈশ্বরদীর ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পেতে দেরি হলেও ইউনিয়ন পর্যায়ে মোবাইলে খোঁজ নিয়ে প্রাথমিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া গেছে। এমনিতেই করোনার প্রভাবে কর্মহীন রয়েছেন বহু মানুষ। এর উপর আম্ফানের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে গ্রামীন জনজীবন। এতে দিশেহারা অসহায় এসব মানুষ।

আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।