নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের ৬ কর্মচারী করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২১ মে ২০২০

নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের ছয়জন কর্মচারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৯ ও ২০ মে তাদের নমুনা সংগ্রহ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) পরীক্ষা ল্যাবে পাঠানো হয়। বৃস্পতিবার সকালে তাদের করোনা পজিটিভ আসে রিপোর্ট।

বর্তমানে করোনা আক্রান্ত কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

মিজানুর রহমান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।