মৌলভীবাজারে চিকিৎসক-নার্সসহ একদিনে ২২ জন করোনায় আক্রান্ত
মৌলভীবাজারে একদিনে চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একইদিনে পুরাতন পাঁচজন রোগীর দ্বিতীয়বার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকা থেকে নতুন ২২ জন ও পুরাতন পাঁচজনসহ ২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোল।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে বড়লেখায় তিনজন চিকিৎসক, জুড়ীতে তিনজন নার্স এবং মৌলভীবাজার সদরের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এছাড়া কমলগঞ্জে একজন সাংবাদিকসহ ১০ জন, রাজনগরে দুইজন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে একজন এবং শ্রীমঙ্গলে একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ জনে দাঁড়াল।
রিপন দে/এএম/এমকেএইচ