ব্রাহ্মণবাড়িয়ায় দুই শতাধিক পরিবারকে মানবিক সহায়তা
করোনাভাইরাস বিপর্যয়ের কারণে মানবিক সহায়তা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় দুই শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।
শুক্রবার (২২ মে) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মাঠে উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, সুজি, চিনি ও লবণ। খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. আমিনুল ইসলাম।
জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আবদুল হামিদ ও উপ-সহকারী প্রকৌশলী আল বাক্কী প্রমুখ।
প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ বলেন, জেলা পরিষদের ২০ জন সদস্যের মাধ্যমে পাঁচ হাজার পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ দুই শতাধিক পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। আমাদের এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম