গরুর মাংসের সঙ্গে ১ হাজার টাকা, ঈদের খুশিতে সবাই
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে গরুর মাংস ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের ১১৮ কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে এক কেজি করে মাংস ও নগদ এক হাজার টাকা বিতরণ করা হয়। ওই গ্রামের যুবকরা এ আয়োজন করেছেন।
এছাড়া মাংস ও টাকার সঙ্গে এক কেজি দুধ, এক কেজি চিনি ও এক প্যাকেট সেমাইও দেয়া হয়েছে।
যুবকদের এ কাজে সহযোগিতা করেছেন কাতারপ্রবাসী মো. শরিয়ত উল্লাহ ও বাহরাইনপ্রবাসী কামরুল হাসানসহ আরও কয়েকজন।
এ উপলক্ষে কিশোরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুধু হাজির বাড়ির ফুল মিয়া, মিজান মিয়া, আবু সালাম মিয়া, আবুল হোসেন, আব্দুল করিম ও হেলাল মাস্টার। এ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনামুল হক সুমন, নাজমুল হক ও রিপন আহমেদ প্রমুখ।
আজিজুল সঞ্চয়/এএম/পিআর