করোনার উপসর্গ নিয়ে বান্দরবানে প্রথম একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২২ মে ২০২০
প্রতীকী ছবি

 

বান্দরবান সদর হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জাহিদুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারীতে। শুক্রবার (২২ মে) বিকেলে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রত্যুষ পল ত্রিপুরা এ তথ্য জানান।

তিনি জানান, দুপুরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত জাহিদুলকে হাসপাতালের বহির্বিভাগে নিয়ে আসে তার স্বজনরা। পরে বহির্বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। জাহিদুল জেলা সদরের ছাইঙ্গ্যা এলাকার দানেশ পাড়ায় বাস করতেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ জন। এর মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হোম কোয়ারেন্টাইনে এ পর্যন্ত ৮৯৯ জন ছিলেন। তার মধ্যে ৬৫৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ৭০ জন। বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত ৫৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সৈকত দাশ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।