পটুয়াখালীর ২৭ গ্রামে ঈদের নামাজ আদায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:১১ পিএম, ২৪ মে ২০২০

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পটুয়াখালীর বিভিন্ন উপজেলার ২৭টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রোববার (২৪ মে) সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন বদরপুর জামে মসজিদের ইমাম আবদুল গনি।

জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর, নিশানবাড়িয়া, দুমকি উপজেলার একটি গ্রাম, বাউফল উপজেলার মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, দশমিনা উপজেলার একটি গ্রাম ও কলাপাড়া উপজেলার ছয়টি গ্রামসহ বেশ কিছু এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছর এই গ্রামের মানুষগুলো একদিন আগে রোজা রাখেন এবং একদিন আগে ঈদুল ফিতর উদযাপন করেন।

স্থানীয় বাসিন্দা মমিনুল জানান, ঈদের নামাজ আদায় করার পর অন্যরকম ভালো লাগছে। জীবনের প্রথম এমন ঈদ পালন করলাম।

বদরপুর দরবার শরীফ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল গনি জানান, প্রতিবারের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।