ঈদের হাসি ফুটল এক হাজার শিশুর মুখে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৪ মে ২০২০

করোনা পরিস্থিতি মোকাবেলা ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করার জন্য জয়পুরহাটে ২২টি সেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে ‘করোনা যুদ্ধে আমরা’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করে। করোনার লম্বা পথ চলা একা কোনো সংগঠনের পক্ষে সম্ভব নয়। তাই ‘দশের লাঠি একের বোঝা’ এই কথাটি মাথায় রেখেই এই দীর্ঘ পথ পাড়ি দিতে তারা একত্রিত হন।

সংগঠনটি শতাধিক সেচ্ছাসেবী নিয়ে গত ২১ মার্চ থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রথমে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং ব্লিচিং পাউডার বিতরণ দিয়ে শুরু করে তাদের কর্মকাণ্ড। পরবর্তীতে অসহায়দের খাদ্য সহায়তা দেয়া শুরু করে তারা যা আজ অবধি সাড়ে পাঁচ হাজার পরিবারে গিয়ে ঠেকেছে এবং এখনও চলমান।

পবিত্র রমজানের শুরু থেকে প্রতিদিন দুইশ ভ্রাম্যমাণ মানুষ ও করোনা সন্দেহে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা মানুষদের ইফতার ও সাহরি প্রদান করে আসছে সংগঠনটি। এছাড়াও মানুষকে ঘরে রাখতে ও সুলভ মূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ভ্রাম্যমাণ বাজার, অনলাইন কোরআন শিক্ষা, লাইভ টকশো চলমান রেখেছে।

এরই ধারাবাহিকতায় রোববার বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষার্থী, শ্রমিক সংগঠনের সদস্যদের সন্তান, অসহায় ও ছিন্নমূল হাজার শিশুদের হাতে ঈদের পোশাক দিয়ে হাসি ফোঁটাল সংগঠনটি। রোববার দুপুরে রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে এই ঈদ উপহার তুলে দেয়া হয় শিশুদের মাঝে।

school1

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক উপদেষ্টা বাবু নন্দলাল পার্শি, ‘করোনা যুদ্ধে আমরা’র প্রধান সমন্বয়ক তিতাস মোস্তফা, সমন্বয়কারী জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল আলীম মন্ডল, সংগঠনের সদস্য তপু মোস্তফা, তমাল, আল আমিন হিরা, সজীব, তরঙ্গ চৌধুরী, মোক্তাদির, সোহাগসহ অনেকেই।

এছাড়াও আক্কেলপুরের গোপীনাথপুরে আইসোলেশনে থাকা রোগীদেরও নতুন জামা কিনে দেয়া ও ঈদে করোনা রোগীদের জন্য সেমাই খাওয়ানোর ব্যবস্থাও করেছে সংগঠনটি।

সমন্বয়কারী তিতাস মোস্তফা ও আবদুল আলীম জানান, করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি তারা সাধারণ মানুষের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। যতদিন করোনা থাকবে ততদিন তারা এভাবেই মানুষের পাশে থাকবে বলে জানান।

রাশেদুজ্জামান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।