জয়পুরহাটে নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত
জয়পুরহাটে নতুন করে আরও ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জন। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন করোনা রোগী।
সোমবার (২০ মে) সকালে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাব থেকে ২৭০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এতে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর ১৫০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদের মধ্যে পাঁচবিবি উপজেলার মহব্বতপুর গ্রামের স্বামী-স্ত্রীসহ ১০ জন, ক্ষেতলাল উপজেলায় ছয়জন ও আক্কেলপুর উপজেলায় চারজন রয়েছেন।
জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, নতুন করে আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরফেরত এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। দুটি প্রতিষ্ঠানে ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। তাদের সকলকে গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে পাঠানো হচ্ছে।
রাশেদুজ্জামান/আরএআর/এমএস