ঈদের সকালে গৃহবধূর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৫ মে ২০২০
ফাইল ছবি

ঈদের দিন পটুয়াখালীর দশমিনায় মরিয়ম (২৫) নামে এক গৃহবধূ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ মে) সকাল ৮টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের আল-আমিনের স্ত্রী।

বেতাগী সানকিপুর ইউনিয়নের চেয়ারম্যান মসিউর রহমান বলেন, মরিয়ম নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে শুনেছি। বিষয়টি ভালো করে জানা নেই। তার স্বামীর নামও আমার জানা নেই।

স্থানীয় বাসিন্দা আবুল মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে মরিয়ম আত্মহত্যা করেছেন।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, সকালে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়া এক গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে এখানে আনার আগেই তার মৃত্য হয়।

দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জালাল উদ্দিন জানান, সকাল ৮টায় মাছুখালী এলাকায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহটি উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।