মোবাইল বন্ধ করে পালিয়ে গেল করোনা রোগী, ফেসবুকে ডিসির পোস্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৬ মে ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনে মোবাইল বন্ধ করে পালিয়ে গেলেন এক যুবক (২৬)। আক্রান্ত যুবকের বাড়ি মানিকগঞ্জ শহরের নওখণ্ড এলাকায়।

এ নিয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ফেসবুক পোস্টে ডিসি এসএম ফেরদৌস লিখেছেন, ‘দুইদিন আগে ওই যুবক করোনা পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে নমুনা দেন। নমুনা পরীক্ষার জন্য সাভার প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়। সেখান থেকে সোমবার (২৫ মে) রাতে ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা পজিটিভ হওয়ার খবর শোনার পরপরই মোবাইল বন্ধ করে দেন ওই যুবক।’

ডিসি এসএম ফেরদৌস বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবকের মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাকে খুঁজতে মাঠে নেমেছে প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, যুবকের মোবাইল ফোন বন্ধ আছে। প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজছি আমরা।

বি.এম খোরশেদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।