গোল দিয়েই মাঠে লুটিয়ে পড়ল যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৬ মে ২০২০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফুটবল খেলতে গিয়ে মোহন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোহন ভোলাহাট উপজেলার তেলীপাড়া গ্রামের মানিকের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৬ মে) দুপুরে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে ফুটবল খেলার এক পর্যায়ে প্রতিপক্ষকে গোল দিয়ে উল্লাস করতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মোহন। এ সময় তার সঙ্গে থাকা খেলোয়াড়রা তাকে ওঠানোর চেষ্টা করে। কিন্তু মোহনের কোনো সাড়া না পেয়ে তার সঙ্গীরা ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আযহারুল ইসলাম জানান, মোহনকে হাসপাতালে নিয়ে আসার ২০-২৫ মিনিট আগেই মারা গেছে সে। গরমের তীব্রতার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে বলে জানান তিনি।

আব্দুল্লাহ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।