চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুজনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) বিকেলে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে এক ব্যবসায়ী ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে এক গৃহবধূর মৃত্যু হয়।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরা পাগলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আম ব্যবসায়ী সাদেকুল ইসলাম (৬৭) ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কৃঞ্চগোবিন্দপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী রুমালি বেগম (৩২)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় নিজ বাড়ির পেছনে বাগানে আম কুড়াতে যান সাদেকুল ইসলাম। এ সময় হঠাৎ করে বজ্রপাত ঘটলে তার মৃত্যু হয়।
অপরদিকে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, বিকেলে বৃষ্টির সময় বাড়ির উঠানে কাজ করছিলেন রুমালি বেগম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর