নীলফামারীতে এক বৃদ্ধাসহ আরও ৪ জন করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:৩৯ পিএম, ২৬ মে ২০২০

নীলফামারীতে ৬৮ বছরের এক বৃদ্ধাসহ নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন কােনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৬ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ৪ জনের মধ্যে সৈয়দপুর উপজেলায় ২ জন, ডিমলা উপজেলা ১ জন ও জলঢাকা উপজেলায় ৬৮ বছরের বৃদ্ধা। সূত্র মতে নীলফামারী জেলার ওই ৪ জনের নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিপিআর ল্যাবে করোনা শনাক্ত হয়।

জানা গেছে, নীলফামারী জেলায় এখন পর্যন্ত ৯৬ জন করোনা রোগীর মধ্যে জেলা সদরে ৩৭, ডোমারে ১১, ডিমলায় ১৫, জলঢাকায় ৯, কিশোরীগঞ্জে ৮ ও সৈয়দপুরে ১৬ জন। মৃত্যুবরণ করেছে এক নারীসহ ২ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

জাহেদুল ইসলাম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।