মসজিদ নিয়ে দ্বন্দ্বে চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৭ মে ২০২০
ফাইল ছবি

মসজিদ নিয়ে দ্বন্দ্বের জেরে পটুয়াখালীতে চাচা-ভাতিজাকে কুপিয়েছে প্রতিপক্ষরা। বুধবার (২৭ মে) বিকেলে ১নং ওয়ার্ডের টাউন বহালগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চাচা আবদুল মতিন (৩৪) ও তার ভাতিজা নাঈম (১৯)।

আবদুল মতিনের অপর এক ভাতিজা জাকারিয়া ইসলাম জানান, অনেক দিন আগে মসজিদ নিয়ে দ্বন্দ্ব হয়। বিষয়টি সদর থানা মিমাংসাও করেছিল। কিন্তু প্রতিপক্ষ আমাদের ওপর হামলা থামায়নি।

তিনি আরও বলেন, আজ দুপুরে ২নং বাধঘাট এলাকা থেকে আমার ভাই সাইদুল আসার পথে মিজান মুন্সি বাহিনীর সদস্য জয় তার পথ রোধ করে মারধর করে। এ সময় স্থানীয়রা ছাড়িয়ে দেয়। পরে আবারও বিকেলে মিজান মুন্সি তার বাহিনীর লোকজন নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। এতে তার চাচা আবদুল মতিন ও ভাই নাঈম (১৯) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পটুয়াখালী সদর থানার এসআই খলিলুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

১নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উদ্দিন বলেন, বিষয়টি আমি জানি। এ বিষয়ে সালিশও হয়েছে। এখন বিষয়টি পুলিশ দেখবে।

এ বিষয়ে অভিযুক্ত মিজান মুন্সির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।