ঈদে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নাতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৮ মে ২০২০
ফাইল ছবি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার সোনাপুর হিজলি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সিনহা (৭) নাটোর সদর উপজেলার জাঠিয়ান গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, জাঠিয়ান গ্রাম থেকে মায়ের সঙ্গে ঈদ করতে সোনাপুর হিজলি গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায় শিশুটি। বুধবার বিকেল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে নানার বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।

বাগাতিপাড়া খানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

রেজাউল করিম রেজা/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।