টাঙ্গাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়নসহ ১১ জন করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৯ মে ২০২০

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়নসহ আরও ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৬ জনে।

গত ২৪ মে পাঠানো ১২০টি নমুনা পরীক্ষার রিপোর্টে ১১টি পজিটিভ ও ১০৯টি নেগেটিভ আসে। তাদের মধ্যে মধুপুর উপজেলায় তিনজন, কালিহাতী উপজেলায় দুজন, নাগরপুর উপজেলায় একজন, দেলদুয়ার উপজেলায় দুজন, সদর উপজেলায় দুজন এবং ঘাটাইল উপজেলায় একজন রয়েছেন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীসহ নতুন ১১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টাঙ্গাইলে আক্রান্তের সংখ্যা ১৪৬ জনে। আক্রান্তদের মধ্যে ১০৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর মৃত্যুবরণ করেছেন চারজন। এখন পর্যন্ত এ জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৮৭৯টি। এর মধ্যে নেগেটিভ এসেছে ৪২৯৯টি। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছে মোট ৮৫১২ জন।

শুক্রবার টাঙ্গাইল জেলা থেকে ঢাকায় নমুনা পাঠানো হয়েছে মোট ৪৩৮টি। নমুনার ফলাফল এখনও পাওয়া যায়নি।

আরিফ উর রহমান টগর/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।