নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই ছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৯ মে ২০২০

দিনাজপুরের বীরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে এক কলেজ ছাত্র ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- ঠাকুরগাঁও জেলার গড়েয়া সরকার পাড়ার নাজমুল ইসলামের ছেলে গড়েয়া ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সৌরভ ইসলাম (১৮) ও ঠাকুরগাঁও জিলা স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রাহিম ইসলাম (১৬) ।

শুক্রবার (২৯ মে) দুপুর দেড়টায় বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। বিকেল সাড়ে ৩টায় ওই খেয়াঘাট থেকে সৌরভ ইসলামের লাশ এবং বিকেল ৫টায় রাহিমের লাশ উদ্ধার হয়।

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাজমুল হক জানান, নদীটি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। দুপুর দেড়টায় ৫-৬ জন বন্ধুসহ সৌরভ ও রাহিম খেয়াঘাটে নদীতে গোসল নামে। এ সময় তারা নিখোঁজ হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে খানসামা ফায়ার সার্ভিসের একটি টিম খেয়াঘাটে অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৩টায় স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সৌরভের ও বিকেল ৫টায় রাহিমের লাশ উদ্ধার করা হয়।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।