ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১১:৩৯ এএম, ৩০ মে ২০২০
ফাইল ছবি

ঝিনাইদহ সদর হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) ভোরে হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়।

জসিম সদর উপজেলার রামনগর গ্রামের শওকত উদ্দিনের ছেলে। তিনি ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার (২৭ মে) ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন জসিম উদ্দিন। করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে পর্যবেক্ষণ রাখা হয়। পরে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়।

এরই মধ্যে শনিবার ভোরে তার মৃত্যু হয়। তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। জসিম উদ্দিন করোনা আক্রান্ত ছিলেন কি-না তা নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যাবে বলেও জানান ডা. আয়ুব আলী।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।