ছেলে-স্বামীর পর করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন বৃদ্ধাও
চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ছেলে ও স্বামীর পর মারা গেছেন ফজিলাতুন্নেসা (৭৫) নামে এক বৃদ্ধা। শনিবার (৩০ মে) সকালে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসার পর করোনার উপসর্গ নিয়ে কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন মানিক গত ১৯ মে মারা যান। পরে তার নমুনা পরীক্ষার জন্য নেয়া হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর ২৮ মে শাহাদাত হোসেন মানিকের বাবা মুজিবুর রহমান বাচ্চু করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। সর্বশেষ শনিবার মানিকের মা ফজিলাতুন্নেসা করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, পরপর একই পরিবারের তিনজনের মৃত্যু দুঃখজনক। আমরা গ্রামবাসী প্রশাসনের সহযোগিতায় মৃত্যুর পর তাদের দাফনের বিষয়ে সার্বিক সহযোগিতা করেছি।
এ বিষয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ জানান, করোনার উপসর্গ নিয়ে প্রথমে ওই বৃদ্ধার ছেলে শাহাদাত হোসেন মানিক মৃত্যুবরণ করেন। মানিক ঢাকা থেকে জ্বর, সর্দি ও কাশি নিয়ে এলাকায় আসলেও আমাদের জানানো হয়নি। তিনদিন পর আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। অ্যাম্বুলেন্সযোগে ফজিলাতুন্নেছাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
আরএআর/এমকেএইচ