সুপারী ও নারকেল গাছের পাতা খেয়ে ফেলল দুই শতাধিক পোকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ৩১ মে ২০২০

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের একটি বাড়ির সুপারী ও নারকেল গাছের পাতায় পঙ্গপাল সাদৃশ্য কিছু পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাড়ির লোকজন। পরে উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করলে তারা বাড়িটি পরিদর্শন করে জানান, পোকাগুলো পঙ্গপাল না। তবে এটি ক্ষতিকর ক্যাটার পিলার জাতীয় পোকা।

জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার মাইজবাড়ি এলাকার জুব্বার আলীর বেশকিছু সুপারী ও নারকেল গাছের কচি পাতায় এক জাতীয় পোকা আক্রমণ করে। গত সাতদিন ধরে এই বাড়িতে দুই শতাধিক পোকা কয়েকটি সুপারী ও নারকেল গাছে আক্রমণ করে। ধীরে ধীরে পোকাগুলো সমস্ত গাছের পাতা খেয়ে ফেলে। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক ও স্থানীয়রা।

Tangail-pic-1-(3).jpg

পরে ভয়ে তারা গাছের ডাল কেটে ফেলেন। বিষয়টি আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ধরনের পোকা আগে কখনও দেখেননি বলে এলাকাবাসী জানান।

বাড়ির মালিক জুব্বার আলীর ছেলে রবিউল ইসলাম বলেন, বেশ কয়েকদিন হলো এই পোকাগুলো বাড়ির নারিকেল ও সুপারী গাছে আক্রমণ করেছে। দিন দিন পোকাগুলোর আক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডাল কেটে ফেলা হয়েছে। এতে বাড়ির অন্যান্য গাছ নিয়ে আতঙ্কে রয়েছি।

ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি জানার পরই ওই বাড়িতে গিয়ে পোকাগুলো দেখা হয়েছে। পরে দেখে নিশ্চিত হয়েছি যে এটি পঙ্গপাল নয়। এটি ক্যাটার পিলার বা খোলস জাতীয় ক্ষতিকর পোকা। যা দ্রুত এক গাছ থেকে অন্য গাছে ছড়াতে পারে। এটি নিধনে এক জাতীয় ওষুধ রয়েছে।

আরিফ উর রহমান টগর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।